বেশ আগে থেকে মাইনক্রাফট ভিডিও গেইম এর কন্টেন্ট বানাচ্ছি। একদিন ভাবলাম link shortener দিয়ে আয় করলে মন্দ হয় না। যেই বলা সেই কাজ। শুরু করলাম বিদেশী link shortener "adfly" দিয়ে। বেশ ভালোই ছিল কিন্তু আমার ক্রেডিট কার্ড না থাকায় আর সেই টাকা নিতে পারলাম না। এরপর আবার আগের মতো ডাইরেক্ট ডাউনলোড লিংক দিলাম। একদিন বিডিজোন আমাকে বললো তাদের তৈরি নতুন link shortener ব্যবহার করতে। বিকাশে টাকা পাঠানোর সুবিধা দেখে তাদের shortener -ই ব্যবহার করতে শুরু করলাম। এভাবে ৪-৫ মাসে ৮-৯ টা কন্টেন্ট বানালাম। আর বিনিময়ে ৫০০ টাকা মতো জমা হলো। আর হ্যাঁ সেই টাকা সত্যিই বিডিজোন নিজ দায়িত্বে বিকাশে ট্রান্সফার করে এবং গত ৩০ সেপ্টেম্বর ২০২০ এ আমার হাতে পাই। অসংখ্য ধন্যবাদ বিডি জোন কে এমন একটি চমৎকার সুবিধা আমার মতো ক্রেডিট কার্ডহীন ব্যক্তিদের প্রদান করার জন্য।
অক্টোবর ২, ২০২০